সারাদেশব্যাপী টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন ২০২৫ কার্যক্রমের অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ফেলনা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জামাল হোসেন এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী।এ সময় আরও উপস্থিত ছিলেন,ডা. সাইদ আল মনসুর, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)আমিনুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ,রিয়াজুল ইসলাম, এমটিইপিআই,নজির আহমেদ ও রাকিব হোসেন, স্বাস্থ্য সহকারী, মুনসীরহাট ইউনিয়ন।অনুষ্ঠানে বক্তারা বলেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোরকে ধাপে ধাপে টাইফয়েড টিকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চলবে এবং পরবর্তীতে কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে যাতে কোনো শিশু বাদ না...