তিনি আরও জানান, এখন এমনকি ওপেনএআইর Sora বা Midjourney দিয়ে বানানো ভিডিওগুলোকেও সাধারণ ভিডিওর মতো গুরুত্ব দেবে ফেসবুকের অ্যালগরিদম।ব্যবহারকারীর প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণএখন ব্যবহারকারীর নেতিবাচক প্রতিক্রিয়া (যেমন- না পছন্দ করা, স্কিপ করা) অ্যালগরিদম বুঝতে পারবে, যাতে বিরক্তিকর কনটেন্ট দ্রুত বাদ দেওয়া যায়।মেটা বলছে, এই আপডেট শুধু ভিডিও দেখা বাড়ানোর জন্য নয়, মানুষের মধ্যে সামাজিক সংযোগ ফিরিয়ে আনার জন্যও করা হচ্ছে। তাদের লক্ষ্য, ফেসবুক আবার বন্ধুদের সঙ্গে যুক্ত থাকার একটি জায়গা হয়ে উঠুক। এখন ব্যবহারকারীর নেতিবাচক প্রতিক্রিয়া (যেমন- না পছন্দ করা, স্কিপ করা) অ্যালগরিদম বুঝতে পারবে, যাতে বিরক্তিকর কনটেন্ট দ্রুত বাদ দেওয়া যায়।মেটা বলছে, এই আপডেট শুধু ভিডিও দেখা বাড়ানোর জন্য নয়, মানুষের মধ্যে সামাজিক সংযোগ ফিরিয়ে আনার...