স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থান সম্পর্কিত কোনো উদ্যোগ বা কাজ করতে গেলেই বাজেট নিয়ে কিছু মহল প্রশ্ন তোলার চেষ্টা করে।রোববার (১২ অক্টোবর) বিকেলে ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।উপদেষ্টা আসিফ বলেন, অতীতে ফ্যাসিবাদের আমলে ভাস্কর্য নির্মাণ হতো, এমনকি তার চেয়েও ছোট অবকাঠামোর জন্যও বাজেট খরচ করা হয়েছে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার মধ্যে। তখন এই ধরনের সমালোচনা দেখার কথা নয়, কিন্তু এখন সেটি বলা হচ্ছে শুধুমাত্র জুলাই অভ্যুত্থান সম্পর্কিত কাজ হওয়ায়।তিনি বলেন, কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের আলোচনা চালাচ্ছে। তারা চেষ্টা করছে জুলাই নিয়ে শহরে কোনো কাজ না করা যায়। তবে, জুলাইয়ের প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার কাজ অব্যাহত রাখা হবে।‘পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের...