পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়েছে। শনিবার রাতের আকস্মিক হামলা-পাল্টা হামলায় দুই প্রতিবেশীর মাঝে নতুন করে যুদ্ধের দামামা বাজছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর দুই প্রতিবেশীর মাঝে এবারের এই সংঘাতকে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। নতুন করে এই সংঘাতের জন্য উভয় দেশই পরস্পরকে দোষারোপ করছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার রাতে বিনা উসকানিতেই আফগানিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ওপর গোলাবর্ষণ শুরু করে। জবাবে পাকিস্তানের সামরিক বাহিনী আফগান নিরাপত্তা বাহিনীর সীমান্ত তল্লাশি চৌকি ও সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। দুই দেশের সীমান্তের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দীর, চিত্রাল ও বাহরাম চাহ এলাকায় রাতভর ব্যাপক সংঘাত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা কামানের গোলা, ট্যাংক ও ড্রোন ব্যবহার করে আফগানিস্তানের অবস্থান লক্ষ্য করে...