‘প্রতিশোধমূলক’ হামলায় ৫৮ জন পাকিস্তানি সামরিক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান তালেবানের একজন মুখপাত্র। তারা দাবি করেছেন পাকিস্তান বৃহস্পতিবার আফগান আকাশসীমা লঙ্ঘন করেছে এবং তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালানো হয়েছে।এ হামলার জেরে তারা পাল্টা হামলা চালায়। এদিকে, তালেবান সরকার নিশ্চিত করেছে তারা উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করেছে। অপরদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, বিনা উসকানিতে আফগান তালেবানরা তাদের দেশের বেসামরিক লোকদের ওপর গুলি চালিয়েছে। তিনি আফগান তালেবানদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, তার দেশের বাহিনী ‘প্রতিটি ইটের বিনিময়ে পাথর দিয়ে’ জবাব দেবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তালেবানদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আফগান বাহিনীর বেসামরিক জনগোষ্ঠীর ওপর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি তার ‘এক্স’ পোস্টে আরও বলেন, আফগানিস্তান আগুন ও রক্তের খেলা...