আগামী জাতীয় নির্বাচনে প্রাথমিকভাবে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান ভুঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তালিকাটি প্রকাশ করবেন। রোববার এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে যাচাই বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা সংস্কারপন্থিদের দল এবি পার্টি এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী দিতে যাচ্ছে। গত বছরের অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই চার বছরের মাথায় নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি। ২১ অগাস্ট নির্বাচন কমিশন এবি পার্টিকে ‘ঈগল’ প্রতীক দিয়ে নিবন্ধনের প্রজ্ঞাপন জারি করে। জামায়াতে...