মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘টাচ এন গো’ এর মাধ্যমে বিকাশে রেমিট্যান্স গ্রহণ করে প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার টাকার মিনিস্টার পণ্যের কুপন জিততে পারেন একজন প্রবাসীর স্বজন। প্রতি সপ্তাহে আরও পাঁচ জন করে পাচ্ছেন ২৫ থেকে ৫ হাজার টাকার কুপন। রাবিবার (১২ অক্টোকর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠানোকে আরও উদ্বুদ্ধ করতে টাচ এন গো, মিনিস্টার ও বিকাশ এই ক্যাম্পেইনের আয়োজন করেছে। এতে ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১ অক্টোবর এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিকাশে প্রতি লেনদেনে একজন সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পাঠাতে পারছেন। সাপ্তাহিক কুপন জিততে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ১০ হাজার টাকা (সরকারি...