শিক্ষকদের রাস্তায় যেভাবে পেটানো হয়েছে এটা কোনও সভ্য রাষ্ট্রে হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ রবিবার বিকেলে জাতীয় শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি পুলিশ হেফাজতে নেওয়া শিক্ষকদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানান। এর আগে রবিবার (১২ অক্টোবর) দুপুরে প্রেস ক্লাব থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষকরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী...