ঢাকা: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইরান। রোববার (১২ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘেই দুই প্রতিবেশী দেশের প্রতি সংযম প্রদর্শন এবং দ্রুত আলোচনায় বসার আহ্বান জানান। ইরনার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।ইসমায়েল বাঘেই বলেন, দুই দেশের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন অত্যন্ত জরুরি। তিনি জোর দিয়ে বলেন, বিদ্যমান বিরোধ নিরসনে পাকিস্তান ও আফগানিস্তানের উচিত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো।তিনি আরও জানান, ইরান তার চারপাশের অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা করতে তেহরান প্রস্তুত রয়েছে বলেও জানান মুখপাত্র।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্ত সংঘর্ষ ও আন্তঃসীমান্ত হামলার অভিযোগে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। জঙ্গি গোষ্ঠীর পুনরুত্থান এবং শরণার্থীর...