জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মাদারীপুর:জাতীয় নির্বাচনের পূর্বে “জুলাই সনদ” বাস্তবায়নে আদেশ জারি ও গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখা।রোববার সকালে শহরের ইটেরপুল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, “জামায়াতে ইসলামী সবসময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চেয়ে আসছে। কিন্তু সরকার ঘোষিত পাঁচ দফা দাবি উপেক্ষা করলে জনগণ তাদের ন্যায্য...