১২ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম ঝিনাইদহের শৈলকুপা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইলিয়াস হোসেন মোল্লা। রোববার ভোরে শৈলকুপার শেখপাড়া এলাকার তমালতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবার সেল সুত্রে জানা গেছে, ইলিয়াস হোসেন মোল্লার বিরুদ্ধে ২০১৭ সালে শৈলকূপা থানায় মামলা হয়। বিচারিক কার্যক্রম শেষে ২০২৩ সালের ২৩ অক্টোবর তার বিরুদ্ধে আনীত অভিযোগ বিজ্ঞ আদালত কর্তৃক তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন। কিন্তু উক্ত দন্ডিত আসামি ইলিয়াস সাজা এড়াতে ছদ্মবেশে প্রায় দুই বছর পলাতক ছিলেন। ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই গোলাম মোর্শেদ রোববার বিকালে খবর নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর দন্ডিত আসামী...