প্রেস ক্লাব ছেড়ে এবার শহীদ মিনারে গেলেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়া বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ রবিবার বিকেলে তিনি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। এর আগে রবিবার (১২ অক্টোবর) দুপুরে প্রেস ক্লাব থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষকরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।এদিন সকাল থেকেই ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে হাজার হাজার শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। পরে দুপুরে প্রেস ক্লাব এলাকা থেকে শিক্ষক নেতাদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষকরা...