ইসরায়েলি দখলদার প্রশাসন দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত আল জাজিরার কার্যালয় আরও ৬০ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সকাল থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে সপ্তমবারের মতো কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির কার্যক্রম স্থগিত করা হলো। আল জাজিরা আরবির প্রতিবেদনে জানানো হয়, পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক কমান্ডারের আদেশে রামাল্লার সিটি সেন্টার ভবনের প্রবেশদ্বারে একটি নোটিশ টানানো হয়েছে। ভবনটির অষ্টম তলায়ই ছিল আল জাজিরার কার্যালয়। ইসরায়েলি কর্তৃপক্ষ আল জাজিরার বিরুদ্ধে ‘সন্ত্রাসীদের সহযোগিতা’র অভিযোগ তুলেছে। কারণ, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নৃশংস দমন অভিযান নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছে এই গণমাধ্যমটি। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এসব প্রতিবেদন আরও তীব্রভাবে প্রচারিত হয়। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে রামাল্লায় আল...