পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব ও কাতার। উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা প্রশমনে সংলাপের আহ্বান জানিয়েছে তারা। শনিবার রাতে আফগান নিরাপত্তা বাহিনী পাকিস্তানি সীমান্তচৌকিতে হামলা চালায়। এই হামলা তাদের আকাশসীমা ও ভূখণ্ডে বারবার লঙ্ঘনের প্রতিক্রিয়া বলে জানিয়েছে তালেবান সরকার। সপ্তাহের শুরুর দিকে আফগান কর্তৃপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে রাজধানী কাবুল এবং দেশের পূর্বাঞ্চলের একটি বাজারে বিমান হামলার অভিযোগ তোলে। পাকিস্তান এ হামলার বিষয়টি স্বীকারও করেনি, অস্বীকারও করেনি। দুই দেশের প্রধান বাণিজ্য রুটের একটি তোরখাম সীমান্তপথ। রুটটি রবিবার সকাল ৮টায় স্বাভাবিক সময়েও খোলা হয়নি। এই সংঘর্ষ দুই দেশের মধ্যে গভীর নিরাপত্তা উত্তেজনার বহিঃপ্রকাশ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘সৌদি আরব ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান ও আফগানিস্তান রাষ্ট্রের সীমান্ত এলাকায় সংঘর্ষ ও উত্তেজনা...