পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক মেডিক্যাল কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় করেছে। এই ঘটনায় পুলিশকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেন, মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেওয়াই ভালো। নিজেদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। বেসরকারি মেডিক্যাল কলেজগুলোরও দায়িত্ব রয়েছে তাদের ছাত্রছাত্রীদের দেখভাল করার। তিনি আরও জানান, রাজ্যের বাইরে থেকে আসা শিক্ষার্থীদেরও তিনি অনুরোধ করবেন রাতের বেলায় বাইরে না বেরোতে, কারণ পুলিশ সবসময় নজর রাখতে পারবে না। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, দুর্গাপুর ঘটনায় অভিযুক্তদের কেউ ছাড় পাবেন না। তবে এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সমালোচনা করে বলেছেন, যেখানে মহিলারা নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় সরকারের...