চমৎকার এক ডেলিভারিতে শেই হোপের স্টাম্প ভাঙার পর আরও তিনটি শিকার ধরলেন কুলদিপ ইয়াদাভ। পাঁচ উইকেট পূর্ণ করে রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন বাঁহাতি রিস্ট স্পিনার। ওয়েস্ট ইন্ডিজকে আড়াইশর আগে গুটিয়ে ফলো-অন করাল ভারত। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেও শুরুতে ধাক্কা খেল সফরকারীরা; তবে দিনের বাকি সময়ে শক্ত হাতে দলের হাল ধরে রাখলেন জন ক্যাম্পবেল ও হোপ। দিল্লি টেস্টে রোববার প্রতিপক্ষের প্রথম ইনিংস ২৪৮ রানে থামিয়ে দিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে...