নীল সমুদ্রে ভাসছে বিলাসবহুল ইয়ট। হলিউডের ৪০ বছর বয়সি আলোচিত গায়িকা কেটি পেরির নিজস্ব ইয়ট এটি। ইয়ট কারাভেলের ডেকে কালো সুইম স্যুট পরে দাঁড়িয়ে আছেন কেটি পেরি। তাকে জড়িয়ে ধরে চুম্বনরত ৫৩ বছর বয়েসি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শার্টবিহীন ট্রুডোর পরনে শুধু জিনস। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। জাস্টিন ট্রুডো আর গায়িকা কেটি পেরি প্রেম করছেন, এ খবর সবারই জানা। গত কয়েক মাসে তাদের নানা জায়গায় রোমান্টিক মুডে দেখা গেছে। এবার তাদের পাওয়া গেল একটি ইয়টে। এসব ছবি প্রথমে ফাঁস করে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল। তারপর সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এসব ছবি।আরো পড়ুন:সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেত্রীর?ভেঙে গেল নিকোল কিডম্যানের ১৯ বছরের সংসার সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন...