রংপুরের গঙ্গাচড়ায় এক শিক্ষার্থীকে (১৮) বিয়ে না করে দুই বছর ধরে সংসার করার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই প্রধান শিক্ষক হলেন উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান কুঠিপাড়া গ্রামের আব্দুল কাদের মাষ্টার (৫৫)। তিনি পাইকান কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, আব্দুল কাদের ইসলামি শরীয়ত মোতাবেক দুই বছর আগে ওই শিক্ষার্থীকে বিয়ে করেন। তবে মেয়ের বয়স কম হওয়ায় তখন কাবিন রেজিস্ট্রি করা হয়নি। মেয়ের বাবার অভিযোগ, বিয়ের পর থেকে কাদের ও তার দুই ছেলে ওই শিক্ষার্থীর সঙ্গে অমানবিক আচরণ করতে থাকে। তারা মেয়েকে যথাযথ ভরণপোষণ দেয় না এবং বিভিন্ন সময় নির্যাতন চালায়। কাবিননামা রেজিস্ট্রির জন্য চাপ দিলে কাদের টালবাহানা করতে থাকেন। অভিযোগে আরও বলা হয়, গতকাল শনিবার সকালে...