ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন সংলগ্ন চায়ের দোকানে আড্ডারত অবস্থায় শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে তাকে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করা হয়। আটককৃত ছাত্রলীগ নেতা হুসাইন তুষার। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সম্পাদক। অভিযুক্ত ছাত্রলীগ নেতা হুসাইন তুষার বলেন, “আমি এর আগে অনার্স চতুর্থ বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজকে আমি মাস্টার্সে ক্লাস করতে এসেছিলাম।” ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “শিক্ষার্থীরা ওই ছেলেকে থানায় সোপর্দ করেছে। জানতে...