১২ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম ভারতের উত্তরপ্রদেশের বাগপত জেলায় একজন ইমামের স্ত্রী এবং তাঁর দুই কমবয়সী কন্যাশিশুকে তাঁদের ঘরের ভেতরে নৃশংসভাবে খুন করা হয়েছে। গতকাল শনিবার নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন ইমাম ইব্রাহিমের স্ত্রী ৩০ বছর বয়সী ইশরানা এবং তাঁদের দুই কন্যা শিশু সোফিয়া (৫) ও সুমাইয়া (২)। গাঙ্গনাউলি গ্রামের প্রধান মসজিদের প্রাঙ্গণে অবস্থিত বাসভবনের ভেতরে তাঁদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বড় মসজিদের প্রধান ইমাম ইব্রাহিম কাজের জন্য দেওবন্দে থাকাকালীন এই অপরাধ সংঘটিত হয়। প্রতিদিনের পাঠের জন্য আসা শিশুরা মসজিদের ভেতরে দেহগুলি দেখতে পেয়ে চিৎকার করলে ঘটনাটি প্রকাশ্যে আসে।খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার সুরজ কুমার রাই, অতিরিক্ত এসপি প্রবীণ কুমার চৌহান এবং সার্কেল অফিসার বিজয় কুমার...