সম্প্রতি রণবীর সিংসহ একটি বিজ্ঞাপনের কাজে আবুধাবির মসজিদে হিজাব পরিহিত অবস্থায় দেখা মিলেছিলবলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের। যা নিয়ে বেশ সমালোচনার মুখেও পরতে হয়েছিল এই অভিনেত্রীর। এবার একই কাণ্ড করে সমালোচনার মুখে পড়লেন বলিউডের আরেক তারকা দম্পতি সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল। মূলত একটি নতুন বিজ্ঞাপনের শুটেই আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে গিয়েছিলেন সোনাক্ষী ও জহির। যার একটি ভিডিও ইতোমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই অভিনেত্রী। ভিডিওতে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন সোনাক্ষী এবং জহির। এই সফরের জন্য সোনাক্ষী সবুজ, সাদা প্রিন্টেড শর্ট কুর্তা এবং পায়জামা পরেছিলেন। তিনি সবুজ দোপাট্টা দিয়ে মাথাও ঢেকেছিলেন। অন্যদিকে, জহির ইকবাল একটি কালো শার্ট এবং সবুজ ট্রাউজার বেছে নিয়েছিলেন। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘আবুধাবিতে একটু শান্তি পেয়েছি। @visitabudhabi...