দীর্ঘদিনের অনিয়ম ও স্থবিরতা কাটিয়ে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) নতুন উদ্যমে এগিয়ে চলেছে। দক্ষ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও স্বচ্ছ নীতির সমন্বয়ে বেড়েছে উৎপাদন। কমেছে ব্যয়। রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ উৎপাদনকারী এ প্রতিষ্ঠাটি অদূর ভবিষ্যতে দেশের সরকারি ওষুধের চাহিদার সবটাই উৎপাদন ও সরবরাহের মাধ্যমে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশাবাদী ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ মৃধা। তিনি জানান, বর্তমানে ইডিসিএল সরকারি হাসপাতালের প্রায় ৮০ শতাংশ ওষুধ সরবরাহ করছে। তবে সময়োপযোগী প্রযুক্তি ও সুশাসনের মাধ্যমে ইডিসিএল এখন একটি স্থিতিশীল ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ঢাকা, খুলনা ও বগুড়া প্রকল্পের আধুনিকায়ন শেষ হলে আগামী তিন বছরের মধ্যে সরকারি হাসপাতালের পুরো চাহিদা দেশেই পূরণের পাশাপাশি ভ্যাক্সিন ও অ্যান্টি-ভেনম বিদেশে রপ্তানি করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। ইডিসিএল সূত্র জানায়, সুশাসনের ধারায় ফিরছে ইডিসিএল। কর্মঘণ্টা বৃদ্ধি, ওভারটাইম...