জামালপুরের ইসলামপুর উপজেলার ১১ নম্বর চরপুটিমারী ইউনিয়নের বেনোয়ারচর মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ে কোচিং সেন্টারকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে বিরোধের জেরে প্রধান শিক্ষককে অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। শনিবার (১২ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম শাহিনের পরিচালিত কোচিং সেন্টারে সহকারী শিক্ষক হযরত আলীকে পাঠদানের জন্য অনুরোধ করা হলে তিনি ব্যক্তিগতভাবে প্রাইভেট পড়ান বলে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই শিক্ষকের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সহকারী শিক্ষক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে...