কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা জামায়াতে ইসলামীর গনমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১২ টায় সিলেট জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের আমীর মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে উক্ত কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক গন মিছিল বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও সমাবেশ পরবর্তী জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, বিশেষ অতিথি...