গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মীম (৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার এলাকার গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয় জনগণ প্রায় দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। নিহত শিক্ষার্থী সিনথিয়া আক্তার মীম উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া গ্রামের মিরাজ শেখের মেয়ে ও নীলফা বাজার মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনাযর পর পুলিশ বাসটিকে হেফাজতে নিয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুল ছুটি হওয়ার পর মীম রাস্তা পার হচ্ছিল। তখন ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মাথা ফেটে সে রাস্তায় পড়ে যায়। স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট...