রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইদানীং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় বেশ সরব। বিশেষ করে গাজা নিয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রস্তাবে সন্তুষ্টি প্রকাশ করেছে ক্রেমলিন। শুক্রবার তাজিকিস্তানের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, "যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বব্যাপী বিভিন্ন সংকট সমাধানে অনেক কিছু করছেন।" তবে ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কি না, এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে তিনি বলেন, "সেটা আমার সিদ্ধান্ত নয়।" ট্রাম্পের দাবি ও পুতিনের সমর্থনহোয়াইট হাউসে দ্বিতীয় দফায় ফিরে আসার পর থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে তিনি বহু সংঘাত সমাধানে ভূমিকা রাখার জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। যদিও বিশ্লেষকরা এই দাবিকে ব্যাপকভাবে অতিরঞ্জিত বলে মনে করেন। নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগের দিন ট্রাম্প আবারও দাবি করেন, এই সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মধ্যস্থতা...