জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের ফলাফল প্রকাশে ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের দাবিতে উপাচার্যের বরাবর স্মারকলিপি দিয়েছে জবি ছাত্রদল একাংশের নেতাকর্মীরা। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম ও মেহেদী হাসান আখন স্বাক্ষরিত স্মারকলিপি দেয় তারা। স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের পরীক্ষার ফলাফল এনালগ পদ্ধতিতে প্রকাশ করা হয়— অর্থাৎ কাগজে ছাপিয়ে বোর্ডে টাঙানোর মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হয়। এই প্রক্রিয়াটি সময়সাপেক্ষ, বিভ্রান্তিকর এবং প্রযুক্তিনির্ভর যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নেতাকর্মীদের দাবি, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও একটি ডিজিটাল রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা উচিত। এতে শিক্ষার্থীরা নিজেদের রোল বা আইডি নম্বর ব্যবহার করে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে ফলাফল দেখতে পারবে। এ উদ্যোগ বাস্তবায়ন হলে ফলাফল প্রকাশের প্রক্রিয়া হবে স্বচ্ছ, দ্রুত ও...