বিশ্বকাপের বাছাই পর্বে এখন পর্যন্ত কোনো গোল হজম করেননি স্পেন। সবশেষ ম্যাচে জর্জিয়াকে ঠিকমতো আক্রমণই শানাতে দেয়নি তারা। হাতেগোনা যে কয়েকটি পাল্টা আক্রমণ করে জর্জিয়া, সেগুলোও দারুণভাবে রুখে দেয় স্পেনের রক্ষণভাগ। সতীর্থদের এমন পারফরম্যান্সে খুশি রাইট-ব্যাক পেদ্রো পোরো। জর্জিয়াকে শনিবার ২-০ গোলে হারায় স্পেন। এই জয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল লুইস দে লা ফুয়েন্তের দল।। গোল দুটি করেন ইয়েরেমি পিনো ও মিকেল ওইয়ারসাবাল। বাছাইয়ে এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচই জিতল স্পেন। শতভাগ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে শীর্ষে আছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ তিনটিতে প্রতিপক্ষের জালে ১১ বার বল পাঠালেও কোনো গোল হজম করেনি তারা। লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও ব্যালন দ’র জয়ী রদ্রিকে ছাড়া জর্জিয়ার বিপক্ষে মাঠে নেমে দাপুটে পারফরম্যান্স উপহার দেয়...