রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে দশ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’। তাদের ইশতেহারে অ্যাকাডেমিক বরাদ্দ বৃদ্ধি, লাইব্রেরিতে এসি ও স্টারলিংকসহ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল জীবন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহিন বিশ্বাস এষা। ইশতেহারের দশ দফা হলো: ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে পাকিস্তানী বাহিনীর গুলিতে বিশ্ববিদযালয়টির শিক্ষক ড. শামসুজ্জোহা শহীদ হওয়ার দিনটিকে “জাতীয় শিক্ষক দিবস” হিসেবে ঘোষণা, একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, বাজেট বাড়ানো ও ক্যাম্পাসে...