ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার ও মাদক চোরাচালান রোধে অভিযান চালিয়ে ৫৮ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় মদসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে যাদবপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৯/৪-এস হতে বেতবাড়িয়া গ্রামের মাঠ থেকে ৪১ বোতল ভারতীয় মদ এবং ১১ অক্টোবর ভোরে বেনীপুর বিওপি এলাকায় নবদূর্গাপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে আরও ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিনে দুপুরে বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৩৭-আর এর নিকট থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ ও শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করা হয়। এছাড়া গত শুক্রবার বিকালে একই এলাকার সীমান্ত পিলার ৬০/৩১-আর এর নিকট হুদাপাড়া গ্রামের সীম খেত থেকে আরও ৬ জন (পুরুষ-৩, নারী-৩) বাংলাদেশিকে...