মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের (এনসিবি) চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর। ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) আয়োজিত মওলানা ভাসানীর কারাবরণ দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কাজী ছাব্বীর বলেন, শাসক ও শোষণের বিরুদ্ধে জনগণের পক্ষে সংগ্রাম করাই ছিল মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নীতি এবং আদর্শ। মওলানা ভাসানীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অনেক সত্য কথা পাঠ্যপুস্তকে আজও অন্তর্ভুক্ত হয়নি। ইতিহাসকে গোপন করার মাধ্যমে মওলানা ভাসানীকে স্বাধীন বাংলাদেশের ইতিহাস থেকে আড়াল করা হয়েছে। ১৯৫৮ সালে ৭ অক্টোবর তৎকালীন জেনারেল আইয়ুব সামরিক শাসন জারি করলে তারই প্রতিবাদে মওলানা ভাসানী দেশব্যাপী আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন। একপর্যায়ে তিনি অসুস্থ হলে চিকিৎসাধীন অবস্থায় মির্জাপুর কুমুদিনি...