নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের তৈরি পোশাক খাত। গত এক বছরে ১৮২টি কারখানা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। আজ রোববার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা। সংকট সমাধান করতে পারলে এই খাত থেকে ২০২৭ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি করা সম্ভব বলেও জানান তারা। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে। কিন্তু এই খাতে সংকট যেন কাটছেই না। এ খাতের বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিবিএ। এ সময় ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকট, রাজস্বখাতে আমলাতান্ত্রিক জটিলতা এই খাতে এখনও বড় বাধা। সংকটের কারণে গত এক বছরে ১৮২টি কারখানা বন্ধ হয়ে গেছে। টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিজিবিএ সভাপতি। বিজিবিএ সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল...