মানিকগঞ্জ: মানিকগঞ্জে মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এনসিপি মানিকগঞ্জ। শনিবার(১১ অক্টোবর) দুপুর ১ ঘটিকায় মানিকগঞ্জ শহরের এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়এ সময় উপস্থিত ছিলেন এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার, যুগ্ম সমন্বয়কারী এএইচএম মাহফুজ, গালিবুর রহমান গালিব, কাজী হারুনুর রশিদ পিন্টু, নোযাব আলী, সদস্য যোবায়ের আহমেদ, মহিদুর রহমান জুলাই যোদ্ধা জামিল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।যুগ্ম সমন্বয়কারী এএইচএম মাহফুজ বলেন, রাব্বি নামে কাউকে আমরা চিনি না, তাকে আমরা হুমকি দেওয়ার প্রশ্নই উঠে না । তাকে দিয়ে একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । সে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা বলেছে, আমরা কারও নাম মামলা থেকে কাটার জন্য হুমকি দিয়েছি এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ।প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার বলেন,...