ঢাকা: জুলাই অভ্যুত্থান নিয়ে যেকোনো কাজ শুরু হলেই বাজেট নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্ন তোলে—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।আসিফ মাহমুদ বলেন, “বিগত সময়ে ফ্যাসিবাদের আমলে অনেক ভাস্কর্য ও ছোট অবকাঠামো নির্মাণে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে। তখন এ বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি। অথচ এখন বাজেট নিয়ে কথা বলা হচ্ছে, শুধুমাত্র এই প্রকল্পটি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে হওয়ায়।”তিনি আরও বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে এই আলোচনা করছে। তারা চান না, শহরে জুলাইকে কেন্দ্র করে কোনো কাজ হোক। এজন্য নানা রকম চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে তিনি জানান, “জুলাইয়ের...