মুন্সীগঞ্জের সিরাজদিখানে মজিবর রহমান হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নূর মোহাম্মদ খান ওরফে নুরু ও মো. আইয়ুব খান। তারা সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের বাসিন্দা। আদালত উভয়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৪ জুন মজিবর রহমান তার বাড়ি থেকে পাশের ইমামগঞ্জ বাজারে যাচ্ছিলেন। তিনি তার বাড়ির উত্তর পাশে রাস্তায় পৌঁছালে ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে জখম করেন আসামিরা। সেখানে তার মৃত্যু হয়। নিহত মজিবরের সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। মজিবর সিরাজদিখান উপজেলার রাঙামালিয়া গ্রামের মৃত...