মানিকগঞ্জ:মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও বিক্রির অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুরে তিন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূরুল ইকরামের নেতৃত্বে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে হরিরামপুর থানা পুলিশ।অভিযানের সময় পদ্মা নদীর কালিতলা এলাকা থেকে মোজাহার মোল্লা, মো. আলমগীর ও আব্দুল আলিম নামে তিন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেন।হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূরুল ইকরাম জানান, অভিযানে প্রায় ১,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় চারটি...