বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলি খান। ২০১২ সালে বিয়ে করেন তারা।দাম্পত্য এক যুগেরও বেশি সময়ের। কিন্তু চারিদিকে যখন এত বিচ্ছেদের খবর সেই সময়ে তারা যেন একপ্রকার নজির গড়েছেন তাদের দাম্পত্যযাপনে। বিয়ের এত বছর পর আজও তাদের সম্পর্কে কোনও রকমের আঁচ লাগেনি। দুই সন্তানকে নিয়ে তাদের সুখের ঘর। ঠিক কোন উপায়ে নিজেদের সুখী দাম্পত্য ধরে রেখেছেন তাঁরা? ঝগড়া হলে বা রেগে গেলে কীভাবে কারিনার রাগ ভাঙান সাইফ? এবার ফাঁস করলেন সেই সিক্রেট। কখনোই নিজেদের দাম্পত্য জীবন সেভাবে সবার সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন না তারা। তবে একে অপরের প্রতি যে শ্রদ্ধাশীল তা তারা বারবার স্বীকার করেছেন। এই জুটির ভালোবাসার মাঝেই মেঘ জমলে অর্থাৎ কারিনা...