জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় রাখতে কোনো উদ্যোগ নিলে সেগুলোর বাজেট-বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টাকে রাজনৈতিক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১২ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আপনারা হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই, জুলাই স্মৃতি জাদুঘর হচ্ছে বা এর বাইরেও যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো বাজেট নিয়ে, কত অর্থ খরচ হচ্ছে সেটা নিয়ে অনেক সময় একটা মহল প্রশ্ন তোলার চেষ্টা করে। তিনি বলেন, তাদের স্মরণ করিয়ে দিতে চাই বিগত ফ্যাসিবাদী সময়ে যখন বিভিন্ন ভাস্কর্য হতো, এর থেকে ছোট অবকাঠামো নির্মাণেও আমরা দেখেছি ৩০০-৪০০ কোটি টাকা খরচ...