এই ব্যাপারে গছানী গ্রামের বাসিন্দা কৃষি উদ্যোক্তা কাজী আনিছুর রহমান জানান, মানুষের দুর্ভোগের কথা জানিয়ে বলেন, বৃষ্টি হলেই কাঁচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। দুর্ভোগের কথা কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কেউ পাঁকা করার জন্য উদ্যোগ েেনয়নি। ইতিমধ্যে কাঁচা রাস্তাটি পাঁকা করনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করা হয়েছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের বাংলা বাজার থেকে কাজী বাড়ি পর্যন্ত কাঁচা সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। এই কাঁচা রাস্তায় জনদুর্ভোগ এখন চরমে পৌছে গেছে। বিকল্প কোন সড়ক না থাকায় প্রতিদিন এই কাঁচা রাস্তা দিয়ে উপজেলা সদরসহ গছানী বাজার কষ্ট করে চলাচল করতে হয়। রাস্তাটি কাঁচা থাকায় গ্রামের স্কুল,...