চট্টগ্রাম: ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭তম বার্ষিক ওরশ শরীফে দেশ-বিদেশ থেকে আগত লাখো ভক্ত-আশেকদের নিয়ে এক আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে অনুষ্ঠিত এ মোনাজাতে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম. জি.আ.)। তিনি মহান আল্লাহর দরবারে বাংলাদেশকে একটি শান্তির, স্থিতিশীল এবং অগ্রসরমান জনপদ হিসেবে কবুল করার জন্য ফরিয়াদ জানান। বিশেষ মোনাজাতে তিনি বলেন, দুনিয়ার ব্যস্ততাকে তুচ্ছ করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ওরশ শরীফে হাজির হওয়া লাখো ভক্তদের পবিত্র ইচ্ছেগুলো কবুল করুন।পবিত্র এই দিনে কোরআন তেলাওয়াত, মিলাদ, দরূদ, সালাম ও ছেমা মাহফিলের মাধ্যমে হক আদায়ের যে প্রয়াস হয়েছে, তা কবুল করুন। তিনি আরও বলেন, আমরা আওলিয়া কেরামগণের আদর্শের সমাজ, মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠা করতে...