পানির নিচে কাজ করা ‘অসাধারণ’ সক্ষমতাওয়ালা রোবোটিক বাহু বা হাত তৈরির দাবি করেছেন প্রকৌশলীরা, যা সমুদ্রের গভীর থেকে আবর্জনা শনাক্ত ও তা তুলে আনতে পারবে। বিশেষজ্ঞদের মতে, “এটি এক গুরুত্বপূর্ণ উদ্ভাবন,” কারণ সামুদ্রিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই রোবোটিক বাহু। এ রোবোটিক হাত তৈরি করেছেন ‘টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ’ বা টিইউএম’র গবেষক ও প্রকৌশলীরা। তাদের দাবি, সমুদ্রের গভীর থেকে আবর্জনা শনাক্ত করার পাশাপাশি তা তুলে আনতেও পারে। রোবোটিক হাতটি তৈরি হয়েছে ‘সিক্লিয়ার’ নামের এক বড় উদ্যোগের অংশ হিসেবে, যা ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সমুদ্রদূষণ ঠেকাতে ‘অটোনমাস রোবট’ ব্যবহারের মাধ্যমে কাজ করছে। ‘টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ’-এর এই ডাইভিং রোবটটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পানির নিচে থাকা আবর্জনা শনাক্ত করে এবং নিজের চারটি যান্ত্রিক আঙুলের সাহায্যে সেগুলো...