"মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়" এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদকসহ একজনকে আটক করা হয়েছে।গত ১২ অক্টোবর রবিবার দুপুরের দিকে রৌমারী উপজেলার উত্তর আলগারচর থেকে বাহারাম বাদশা নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ উপজেলার বালিয়ামারী বিওপির সীমান্ত পিলার ১০৭২/৫-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের পাহাড়তলী বাজার (পাগলা বাজার) নামক স্থান হতে ভারতীয় ইয়াবা-৪৭০ পিসসহ বাহারাম বাদশা (৩৫) কে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি রৌমারী উপজেলার উত্তর আলগারচর গ্রামের ইছাব উদ্দিনের ছেলে। আসামিসহ মাদকদ্রব্য চর রাজীবপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান বলেন,...