পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। রবিবার ( ১২ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘেই দুই প্রতিবেশী দেশের প্রতি সংযম বজায় রেখে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। দেশটির বার্তা সংস্থাইরনার এক প্রতিবেদনথেকে এই তথ্য জানানো হয়। ইসমায়েল বাঘেই বলেন, দুই দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন অপরিহার্য। এসময় তিনি দ্রুত উত্তেজনা কমাতে এবং বিদ্যমান বিরোধগুলো কূটনীতির মাধ্যমে সমাধানের জন্য পাকিস্তান ও আফগানিস্তানকে আলোচনায় বসার আহ্বান জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ইরান তার চারপাশের পরিবেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাকে মৌলিক গুরুত্ব দেয়। তিনি বলেন, প্রতিবেশী এই দুই মুসলিম দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা করতে তেহরান প্রস্তুত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ এবং একে...