মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনা কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন— এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে সেনাবাহিনী জানিয়েছে, মেজর জেনারেল কবিরকে “ইলিগ্যালি অ্যাবসেন্ট” (অবৈধভাবে অনুপস্থিত) ঘোষণা করা হয়েছে এবং তাকে ধরতে দেশের সকল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।শনিবার ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। তিনি বলেন, “মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জয়েন্ট ইন্টেরোগেশন সেলে (জেআইসি) আটক ভুক্তভোগীদের নির্যাতনের অভিযোগে মেজর জেনারেল কবির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।মেজর জেনারেল কবির আহমেদ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডি...