প্রকৃতিতে এখন আশ্বিন মাস। ষড়ঋতু বৈচিত্রে শরৎ বিদায় নেবার পালা। স্বাভাবিক তাপমাত্রা ও নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করছে। ভোর শুরু হওয়ার সঙ্গে মেঘমুক্ত আকাশে সূর্যের ঝলমলে আলোয়। কিন্তু রোববার, (১২ অক্টোবর ২০২৫) ভোরে ভিন্ন চিত্র দেখা গেল উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে। কোথাও ঘনকুয়াশায় আবার কোথাও মাঝারি ধরণের কুয়াশায় ঢেকে ছিল প্রকৃতি। শীত ছাড়াই কুয়াশা দেখে অবাক উপকূলবাসী। বরিশাল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার বরগুনায় সূর্যোদয় হয়েছে ভোর ৬ টা ৩ মিনিটে। কিন্তু ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি। ভোরে সূর্যোদয়ের পর পরই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় প্রকৃতি। প্রায় এক ঘণ্টা পর প্রকৃতি আবার স্বাভাবিক হয়ে ওঠে। দিনের বেলা সূর্যের রোদের তাপমাত্রা বেড়ে যাওয়ায় দুপুরে ও সন্ধ্যার পরে গরম লাগে। শেষ রাত ও সকাল বেলা হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে। বরিশাল...