বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর প্রেস ক্লাব, শাহবাগ ও সায়েন্সল্যাব এলাকায় রোববার (১২ অক্টোবর) সকাল থেকেই তীব্র যানজট দেখা দিয়েছে। যানবাহনের ধীরগতি ও দীর্ঘ সারি তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। ট্রাফিক বিভাগ জানায়, বিকল্প রুট হিসেবে মগবাজার, বিজয়নগর ও বেইলি রোড দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে যানজট পুরোপুরি নিরসন সম্ভব হয়নি। জানা যায়, জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেন। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন। তাদের অবস্থানের কারণে পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে সকালে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ‘সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ গঠনের...