শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। এ প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিনের ব্যাপক মৌসুমি ঝড়বৃষ্টিতে অঞ্চলটিতে সৃষ্টি হয়েছে ভূমিধস। এতে বন্ধ হয়ে গেছে বহু গুরুত্বপূর্ণ সড়ক। নদীসহ বেশ কয়েকটি জলাধার উপচে পড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির। সেইসাথে, গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় বাস করছেন বহু বাসিন্দা। অপরদিকে, উদ্ধারকাজে তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ ও স্বেচ্ছাসেবীরা। বন্যায় বিপর্যস্ত এলাকাগুলো পরিষ্কারের পাশাপাশি নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে আটকে পড়া মানুষদের।...