১২ অক্টোবর ২০২৫, ০৫:৩১ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৫:৩১ পিএম চট্টগ্রামের কর্ণফুলীতে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ১০–১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল বিয়ে বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশের উপস্থিতিতেই ডাকাতরা নির্বিঘ্নে পালিয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকায় নববর মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির নববর মো. আরিফুল ইসলাম ও তাঁর বড় ভাই মো. আলমগীর জানান, আনোয়ারা উপজেলার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে রাত দেড়টার দিকে তাঁরা বাড়ি ফেরেন। কিছুক্ষণ পর সাদা ও আকাশি রঙের পোশাক পরিহিত আটজন ব্যক্তি ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অস্ত্র হাতে তল্লাশির কথা...