তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, এই 'প্রতিশোধমূলক' হামলায় ৫৮ জন পাকিস্তানি সেনাসদস্য নিহত হয়েছে। আফগানিস্তানের তালেবান সরকার নিশ্চিত করেছে যে পাকিস্তানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকার বেশ কয়েকটি জায়গায় তারা হামলা চালিয়েছে। তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, এই 'প্রতিশোধমূলক' হামলায় ৫৮ জন পাকিস্তানি সেনাসদস্য নিহত হয়েছে। এর আগে, পাকিস্তান গত বৃহস্পতিবার আফগান আকাশসীমা লঙ্ঘন করে, তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে তালেবান সরকার। পরে নিজেদের হামলাকে তারা ' প্রতিশোধমূলক অভিযান ' বলে অভিহিত করে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, আফগান হামলাগুলো 'বিনা উস্কানিতে' করা হয়েছিল এবং বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো হয়েছিল। মি. নাকভী সতর্ক করেছিলেন যে, তার দেশের বাহিনী 'প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর' দিয়ে পাল্টা জবাব দেবে। ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুল তার মাটিতে পাকিস্তানকে লক্ষ্য করে সন্ত্রাসীদের...