পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুল ছুটি হওয়ার পর মীম রাস্তা পার হচ্ছিল। তখন ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মাথা ফেটে সে রাস্তায় পরে যায়। স্থানীয় লোকজন এসে মীমকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রী মীমকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।মুন্সীগঞ্জে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবনপরে সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় নেতাদের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা।তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। কিন্তু ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহটির ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা...